মানবাধিকার দিবস উপলক্ষে ইইউসহ ১৪ দেশের যৌথ বিবৃতি

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ১৪ দেশের দূতাবাস ও হাইকমিশন। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইউএস অ্যাম্বাসি ঢাকার ফেসবুক পোস্টে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই। আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদযাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি।’

দেশগুলোর প্রতিনিধিরা বিবৃতিতে আরো বলেন, ‘অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করি। আমরা বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে এদেশের সাফল্যকে আরো উৎসাহিত করতে আগ্রহী এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।’

যৌথভাবে বিবৃতি দেয়া হাইকমিশন ও দূতাবাসগুলো হলো-বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন, ব্রিটিশ হাইকমিশন, হাইকমিশন অব কানাডা, অ্যাম্বাসি অব ডেনমার্ক, ডেলিগেশন অব দ্য ইউরোপীয় ইউনিয়ন, অ্যাম্বাসি অব ফ্রান্স, অ্যাম্বাসি অব জার্মানি, অ্যাম্বাসি অব ইতালি, অ্যাম্বাসি অব জাপান, অ্যাম্বাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস, রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি, অ্যাম্বাসি অব দ্য কিংডম অব স্পেন, অ্যাম্বাসি অব সুইডেন, অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড ও অ্যাম্বাসি অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫