সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ৬ ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ ও জরিমানা

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশাবহির্ভূত ৬টি বহুতল ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বাড়ির মালিকদের ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজউকের ৮ নম্বর জোন পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ হিয়া খানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অথরাইজ কর্মকর্তা শুভঙ্কর সুস্ময় রায় ও ইমারত পরিদর্শক সোহেল রানাসহ আরো উপস্থিত ছিলেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযানে ভবন মালিক শাহাদাত হোসেনকে দুই লাখ টাকা, নাছির উদ্দিনকে চার লাখ টাকা, আনিসুর রহমানকে দুই লাখ টাকা ও একটি সমিতির বিল্ডিং কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

জোন পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। তাই আমরা সেগুলোর বর্ধিতাংশ ভেঙে দিয়েছি। যদি তারা ভবিষ্যতে আবার একই ধরনের অপরাধ করেন তাহলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫