প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্যামসাং

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০২২

বণিক বার্তা অনলাইন

প্রথম কোনো নারী প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছে টেক জায়ান্ট স্যামসাং। গতকাল সোমবার (৫ ডিসেম্বর) লি ইয়ং হি-কে ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) বিভাগের গ্লোবাল মার্কেটিং অফিসের নেতৃত্বে বসিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য কোরিয়া টাইমস।

ডিভাইস এক্সপেরিয়েন্স বিভাগ স্যামসাংয়ের মোবাইল ডিভাইস এবং কিছু গৃহস্থালি প্রযুক্তিপণ্যের তত্ত্বাবধান করে।

স্যামসাংয়ের লোগোতে নীলের বদলে বেগুনি রং ব্যবহারের আইডিয়াটি এসেছিল লি ইয়ং হি-র মাথা থেকে। এ জন্য তিনি খবরের শিরোনামও হয়েছিলেন। রংবদলের ধারণাটি ওই সময় বাজারে দারুণ ফল দেয়।

এরপর থেকেই অন্যতম ব্যবসাসফল পণ্য স্যামসাং গ্যালাক্সি ফোনের মার্কেটিংয়ের জন্য প্রতিষ্ঠানে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন ইয়ং।

২০০৭ সালে স্যামসাংয়ে কাজ শুরু করেন লি ইয়ং হি। ২০১২ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন।

স্যামসাং বলছে, ইয়ং সত্যিই এ পদের জন্য সবচেয়ে যোগ্য। তার পদোন্নতি অন্যান্য প্রতিভাবান নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রসঙ্গত, অজ্ঞাত কারণে স্যামসাং তার গৃহস্থালি পণ্যের আলাদা ওই ইউনিটের জন্য কোনো প্রধান নেতৃত্ব নিয়োগ করছে না। গত অক্টোবরে লি জে সিউংয়ের পদত্যাগের পর থেকেই শূন্য রয়েছে পদটি। প্রতিষ্ঠানটির একজন ভাইস চেয়ার এবং সহকারী প্রধান নির্বাহী হ্যান জং হি আপাতত এই অতিরিক্ত দায়িত্বগুলো সামলাচ্ছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫