পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময়ে পরিবর্তন আনা হয়েছে। কোম্পানিটির এই এজিএম আগামী বছরের ১ জানুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। আগে এই এজিএম করার ঘোষণা দেয়া হয় ২১ জানুয়ারি বেলা ১১টায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আহ্বান করা ৫৩তম এজিএমের তারিখ ও সময়ে পরিবর্তন এনেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল।