বিএসসিসিএলের এজিএমে ৪৬% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০২২

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এজিএমে সভাপতিত্ব করেন ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব কোম্পানির চেয়ারম্যান মো. খলিলুর রহমান। সময় অন্যান্যের মধ্যে কোম্পানির পরিচালক মো. আবদুল মোমিন, . খোন্দকার মো. আব্দুল হাই, . নাসিমা আকতার (জুম অ্যাপের মাধ্যমে), অধ্যাপক . হাফিজ মুহম্মদ হাসান বাবু, কর্নেল ইকরাম আহমেদ ভূঁইয়া, কোম্পানির এনআরসি অডিট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক এন কে মুবিন (জুম অ্যাপের মাধ্যমে), কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আজম আলী, কোম্পানি সচিব মো. আব্দুস সালাম খানসহ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা, নিরীক্ষক, ইনডিপেনডেন্ট স্ক্রটিনাইজার (জুম অ্যাপের মাধ্যমে) উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫