রাজবাড়ীতে ২ টন ভেজাল সার জব্দ জেল-জরিমানা

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে দুই টন ভেজাল সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের শরীফ শেখের বাড়িতে নকল সার কারখানায় অভিযান চালানো হয়েছে। সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে লাখ জরিমানা ১৫ দিনের কারাদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শরীফ ওই গ্রামের দলিল উদ্দীন শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, শরীফ শেখ নিজের বাড়িতে দীর্ঘদিন নামিদামি কোম্পানির প্যাকেট ব্যবহার করে ভেজাল সার তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সময় বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত দুই টন ভেজাল সার জব্দ করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫