সবচেয়ে বুড়ো কচ্ছপটির বয়স হলো ১৯০

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০২২

বণিক বার্তা অনলাইন

দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে পালিত হচ্ছে বিশ্বের প্রাচীনতম জীবন্ত স্থলজ প্রাণীর জন্মদিন। এটি হলো জনাথন নামে দৈত্যাকার কচ্ছপ, যার বয়স ১৯০ বছর। খবর সিএনএন।

জনাথন জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দ্বীপের গভর্নরের বাড়িতে। সেখানেই হচ্ছে জমজমাট উদযাপন। বাড়িটি জনসাধারণের জন্য তিন দিন উন্মুক্ত থাকছে। এ ছাড়া একটি স্মারক ডাকটিকিট সিরিজও প্রকাশ করেছে মূল ভূমি থেকে দূরে অবস্থিত ব্রিটিশ অঞ্চলটি।

অবশ্য জনাথনের জন্মের দিনক্ষণের কোনো রেকর্ড নেই। ধারণা করা হয়, তার জন্ম ১৮৩২ সালের দিকে।

১৮৮২ সালে সেশেলস থেকে স্যার উইলিয়াম গ্রে-উইলসন উপহার হিসেবে জনাথনকে সেন্ট হেলেনায় আনেন। পরে তিনি দ্বীপের গভর্নর হন।

তবে সেন্ট হেলেনার পর্যটন বিভাগের প্রধান ম্যাট জোশুয়ার মতে, জনাথনের বয়স ২০০ বছরও হতে পারে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, জনাথন হলো সর্বকালের প্রাচীনতম চেলোনিয়ান। এটি প্রাণী জগতের এমন একটি বিভাগ যা সব কচ্ছপকে অন্তর্ভুক্ত করে।

এর আগে সবচেয়ে বেশি বয়সী চেলোনিয়ান ছিল তুই মালিলা, এটি কমপক্ষে ১৮৮ বছর বেঁচে ছিল। ১৭৭৭ সালের দিকে টোঙ্গার রাজপরিবারকে প্রাণীটি উপহার দেন ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক। ১৯৬৫ সালে তুই মালিলা মারা যায়।

সেন্ট হেলেনার সেলিব্রিটি জনাথনের আরো তিনটি দৈত্যাকার কচ্ছপের বাস। তারা হলো ডেভিড, এমা ও ফ্রেড।

বার্ধক্যজনিত কারণে জোনাথন দৃষ্টি ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেছে। তবে তার শ্রবণশক্তি চমৎকার। মাঝে মাঝে তাকে এমা ও ফ্রেডের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতেও দেখা যায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫