অবণ্টিত লভ্যাংশের টাকা জমা দেয়নি কনফিডেন্স সিমেন্ট

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে (সিএমএসএফ) তিন বছর বা তার অধিক সময়ে প্রায় কোটি টাকার অবণ্টিত লভ্যাংশ জমা দেয়নি তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির নিরীক্ষক হোসাইন ফরহাদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস মতামত দিয়েছেন। 

তথ্য অনুসারে, তিন বছর বা তার অধিক সময়ে কনফিডেন্স সিমেন্টের ঘোষিত অবণ্টিত লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৩০৫ টাকা। লভ্যাংশ সিএমএসএফে জমা দেয়ার কথা থাকলেও তা জমা দেয়নি কোম্পানিটি। আর সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির কাছে কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৩৪৬ টাকা অবণ্টিত লভ্যাংশ রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫