নভেম্বরে পণ্য রফতানি ৫০০ কোটি ডলার ছাড়িয়েছে

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

সদ্য সমাপ্ত নভেম্বর মাসে বাংলাদেশ থেকে ৫০৯ কোটি ডলারের পণ্য বিশ্ব বাজারে রফতানি হয়েছে। এ সময়ে লক্ষ্যের চেয়ে বেশি রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায়ও বেশি। বাণিজ্য মন্ত্রণালয় সুত্রে এ বিষয়ে বিস্তারিত জানা গিয়েছে।

গত এক মাসে প্রথমবারের রফতানি অর্থমূল্য ৫০০ কোটি বা ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০২১ সালের নভেম্বরের চেয়ে ২৬ দশমিক শূন্য ১ শতাংশ বেশি অর্থমূল্যের পণ্য রফতানি হয়েছে গত মাসে।  

সুত্রটি জানিয়েছে, নভেম্বর মাসে ৪৩৫ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্য ছিল। রফতানি হয়েছে ৫০৯ কোটি ডলারের। এ হিসেবে লক্ষ্যের চেয়ে ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি অর্থমূল্যের পণ্য রফতানি হয়েছে।

আরো জানিয়েছে, অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই থেকে নভেম্বরে বাংলাদেশ থেকে পণ্য রফতানির অর্থমূল্য ছিল ২ হাজার ১৯৪ কোটি ডলার। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ের চেয়ে যা ১০ দশমিক ৮৯ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে রফতানির কৌশলগত লক্ষ্য ছিল ২ হাজার ১৭৭ কোটি ডলার। এ লক্ষ্যের চেয়ে শূন্য দশমিক ৮১ শতাংশ বেশি রফতানি হয়েছে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫