আইজিপির সঙ্গে সাক্ষাতে পুলিশ সদর দপ্তরে বিএনপি প্রতিনিধিদল

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে অবস্থান করছেন বিএনপির একটি প্রতিনিধিদল। রাজধানীতে সমাবেশের স্থান এবং নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি নিয়ে পুলিশ প্রধানের সঙ্গে আলোচনার কথা রয়েছে তাদের।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে চার সদস্যের প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে প্রবেশ করেন।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তার সঙ্গে আছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপি সূত্রে জানা যায়, সমাবেশ স্থানের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার বিষয়ে আলাপ করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

এর আগে গত মঙ্গলবার ২৬ শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। পরে দলের পক্ষ থেকে বলা হয়, নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ করার জন্য তারা অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিল। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতি চাওয়া হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫