ক্যাভিলকে সুপারম্যান চরিত্রে চায়নি ওয়ার্নার ব্রোস

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০২২

ফিচার ডেস্ক

মার্ভেলের রাজত্বে এ বছর নতুন করে ফিরেছে ডিসি। ‘‌দ্য রক’ খ্যাত ডোয়েইন জনসন অভিনীত ব্ল্যাক অ্যাডাম দিয়ে এ বছর ভালো ব্যবসা করেছে ডিসি ও ওয়ার্নার ব্রোস। এ সিনেমার পোস্ট ক্রেডিট সিনে সুপারম্যানকে ফিচার করা হয়েছে। সিনেমায় সুপারম্যান হিসেবে দেখা গিয়েছে হেনরি ক্যাভিলকে। কিন্তু সুপারম্যান চরিত্রে হেনরি ক্যাভিলকে চায়নি ওয়ার্নার ব্রোস। এমন খবর দিলেন খোদ ডোয়েইন জনসন।

ব্ল্যাক অ্যাডাম সিনেমায় ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী, অপ্রতিরোধ্য হিরোকে আনার চেষ্টা করা হয়েছে। সে কারণে তাকে দাঁড় করানো দরকার ছিল উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর বিপরীতে। নিজের টুইটার হ্যান্ডলে জনসন লিখেছেন, ‘‌এটা করার জন্য ইউনিভার্সের পরিচিত সবচেয়ে শক্তিশালী সত্তাটিকে ফিরিয়ে আনার প্রয়োজন ছিল। আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি। অবশ্যই সুপারম্যান এবং তার চরিত্রে হেনরি ক্যাভিল।’

কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস কোনো অবস্থায়ই ক্যাভিলকে নতুন করে চায়নি। ডোয়াইন সে চেষ্টা করেছেন। তিনি বলেন, ‌‘‌অনেকদিন ধরে এ বিষয়ে কথা হয়েছে এবং আমরা কোনো নেতিবাচক উত্তর গ্রহণে রাজি ছিলাম না। ডিসি ইউনিভার্সে তার সবচেয়ে শক্তিশালী চরিত্রটি থাকবে না, এটা মেনে নেয়া যায় না। এভাবে ইউনিভার্স তৈরি করা যায় না। এ কারণেই আমরা সুপারম্যানকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এ চরিত্রে হেনরি ক্যাভিলকেই চেয়েছি। হেনরি ক্যাভিল এ প্রজন্মের সুপারম্যান এবং আমার দৃষ্টিতে এ চরিত্রে তিনিই সেরা। ক্রিস্টোফার রিভসসহ অন্যান্য অভিনেতার প্রতি সম্মান জানিয়েই একথা বলছি।’


সূত্র: ডেডলাইন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫