লংকাবাংলা ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০২২

লংকাবাংলা ফাউন্ডেশনের আয়োজনে এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট জহুরুল ইসলাম সিটি সোসাইটির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আফতাবনগরে অবস্থিত জহুরুল ইসলাম সিটি সোসাইটির প্রধান কার্যালয় সংলগ্ন প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদের নেতৃত্বে একদল অভিজ্ঞ চক্ষু চিকিৎসক পরীক্ষক দিনব্যাপী ৩০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেন। সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জহুরুল ইসলাম সিটি সোসাইটির সহসভাপতি একেএম আমিনুল হক ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সেক্রেটারিয়েট রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মোস্তফা কামাল, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রধান মোহাম্মদ মাহফুজুল ইসলাম, জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫