২২০০ জনের বেশি নারী উদ্যোক্তাকে ঋণ দিয়েছে মাইডাস

প্রকাশ: নভেম্বর ৩০, ২০২২

মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড ২০০০ সালের জানুয়ারি থেকে দেশে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। বেসরকারি খাতে উদ্যোক্তা উন্নয়ন এবং কটেজ, মাইক্রো, ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসারের পাশাপাশি নারী উদ্যোক্তা উন্নয়নের উদ্দেশ্যে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঋণ ইজারা সুবিধা প্রদান করছে মাইডাস। ঢাকায় আমাদের প্রধান শাখাসহ চট্টগ্রাম, খুলনা, বগুড়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ইসলামপুর, কেরানীগঞ্জ, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হাটহাজারী, সীতাকুণ্ড যশোরে মোট ১৬টি শাখার মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা করছে এবং অত্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করছে। আমরা দেশের কটেজ, মাইক্রো ক্ষুদ্র শিল্প উন্নয়নের লক্ষ্যে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডিনামে একটি ঋণ স্কিম পরিচালনা করছি। এরই মধ্যে স্কিমটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। স্কিমের মাধ্যমে সহজ শর্তে ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করা হয়। স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (এসইডি) স্কিমের আওতায় ক্ষুদ্র শিল্প স্থাপন সম্প্রসারণে ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়ে থাকে। মাইডাস ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান। দেশবরেণ্য স্বনামধন্য সদস্যদের সমন্বয়ে এর পরিচালনা পর্ষদ গঠিত। আমাদের বিভিন্ন মেয়াদি আমানত স্কিম মাসিক সঞ্চয় প্রকল্প রয়েছে, যার সুদের হার অত্যন্ত আকর্ষণীয় এবং আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হয়ে থাকে। মাইডাস ফাইন্যান্স শুরু থেকেই নতুন নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি নারী উদ্যোক্তা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে। ক্ষুদ্র শিল্প স্থাপন সম্প্রসারণের লক্ষ্যে পর্যন্ত প্রায় ২২০০ জনের বেশি নারী উদ্যোক্তাকে ঋণসহায়তা প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র শিল্প স্থাপন সম্প্রসারণের জন্য সহজ শর্তে সর্বনিম্ন সুদে থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করা হয়। নারী উদ্যোক্তা তৈরিতে মাইডাসের অগ্রণী ভূমিকা বিভিন্ন পদক্ষেপ সবার কাছে প্রশংসিত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫