ব্যবহূত রাইট শেয়ারের অর্থ ব্যয় পরিকল্পনায় সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ-সংশ্লিষ্ট বিশেষ রেজল্যুশন, একটি এজেন্ডা ও অন্যান্য বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এছাড়া এ সংশোধনের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চাইবে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।
তথ্য অনুসারে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত তহবিল এরই মধ্যে ব্যবহার করছে আলিফ ম্যানুফ্যাকচারিং। এ তহবিল ব্যবহারের জন্য কোম্পানিটির নির্ধারিত সময় চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
১৯৯৭ সালে শেয়ারবাজারে আসা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৫৯ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০৮ কোটি ৬০ লাখ টাকা।