প্রেসিডেন্টসহ পুরো জুভেন্টাস বোর্ডের পদত্যাগ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২২

বণিক বার্তা অনলাইন

খেলোয়ার কেনাবেচায় অনিয়ম এবং ভুয়া হিসাবের অভিযোগে তদন্ত চলছে ইতালীয় ক্লাব জুভেন্টাসের বিরুদ্ধে। তদন্তের স্বার্থে বোর্ডের সব পরিচালকদের নিয়ে পদত্যাগ করেছেন ক্লাবের প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লি

ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, খেলোয়ার বেচাকেনাসহ অন্যান্য বিষয়ে জুভেন্টাস বিভিন্ন সময় যে হিসাব দিয়েছে, তার বেশ কয়েকটি ভুয়া। অবশ্য এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে ক্লাবটি। তা সত্ত্বেও চলমান তদন্ত যেন স্বাধীন ও নিরপেক্ষ হয়, সেজন্যই পদত্যাগ করেছেন আগনেল্লি। জুভেন্টাসের বিবৃতির বরাতে আগনেল্লির পদত্যাগের খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

এদিকে রয়টার্স জানিয়েছে, অনিয়মের অভিযোগ ওঠার পর গতকাল সোমবার ক্লাবটির বোর্ড পরিচালকরা একটি বৈঠকে বসেন। সেখোনে সিদ্ধান্ত হয়, আইনি প্রক্রিয়াকে সাহায্য করতে গণপদত্যাগ করবেন তারা। তবে ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মরিসি আরিভাবেনে স্বপদে থাকবেন

প্রসঙ্গত, আগনেল্লি প্রেসিডেন্ট থাকতে টানা ৯ বার সিরি আ জিতেছে জুভেন্টাস। এছাড়া ২০১৫ ও ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও খেলেছে ক্লাবটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫