বরিশালে কমেছে পাসের হার ও জিপিএ ৫

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

এসএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে পাসের হার জিপিএ কমেছে বরিশাল শিক্ষা বোর্ডে। তবে এবারো ফলাফলে ছেলেদের তুলনায় পাস জিপিএ - এগিয়ে মেয়েরা।

বরিশাল শিক্ষা বোর্ডে বছর পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। পাসের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। বছর পরীক্ষায় অংশ নেয়া ৪৫ হাজার ৯৭১ ছাত্র এবং ৪৮ হাজার ৯০০ ছাত্রীর মধ্যে পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। এর মধ্যে ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন।

বরিশাল বোর্ডে বছর জিপিএ পেয়েছে ১০ হাজার ৬৮ শিক্ষার্থী। গত বছরের চেয়ে জিপিএ কমেছে ১৫১টি। মেয়েরা জিপিএ পেয়েছে হাজার ১৮৭টি ছেলেরা পেয়েছে হাজার ৮৮১টি।

বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন গতকাল বেলা দেড়টায় ফল ঘোষণা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫