কমসেক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী

মানুষ সরকারের প্রণোদনা প্যাকেজের সুফল ভোগ করছে

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, নভেল করোনাভাইরাস মহামারীর ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যা থেকে বাংলাদেশের জনসাধারণকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সফল হয়েছে। এর সুফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। গতকাল তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত কমসেকের ৩৮তম বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, সামাজিক সুরক্ষাবলয়ের আওতায় স্বল্প, মধ্যম দীর্ঘমেয়াদি কার্যক্রম বাস্তবায়নে মোবাইল ব্যাংকিং সেবাসহ ডিজিটাল ব্যবস্থার ব্যবহার সফল হয়েছে। এখন তা জনপ্রিয় হয়ে উঠেছে। জনসাধারণের অর্থনৈতিক সক্ষমতা অর্জনের জন্য সরকার ২৮টি আর্থিক প্রণোদনা প্যাকেজ গ্রহণ করেছে। সরকারের কেউ ক্ষুধার্ত থাকবে না কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫