স্থিতিশীল সরবরাহে গমের বাজারে নিম্নমুখী প্রবণতা

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২২

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে গমের দাম লক্ষণীয় মাত্রায় কমেছে। স্থিতিশীল সরবরাহ, দুর্বল চাহিদা, রফতানি বাজারে প্রতিযোগিতাসহ নানা কারণে শস্যটির বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

সংশ্লিষ্টরা বলছেন, কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে খাদ্যশস্য রফতানি চুক্তি সম্প্রসারণ হওয়ায় বাজারে গমের সরবরাহ সংকটের উদ্বেগ কমেছে। তার ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে শস্যটির রফতানি বাজারে অঞ্চলটির প্রতিযোগিতাও তুঙ্গে। কারণেই মূলত গমের দর কমতির দিকে।

অন্যদিকে কভিড-১৯ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে চীনে বিক্ষোভ দেখা দিয়েছে। কারণে দেশটিতে ভাটা পড়েছে গমের চাহিদায়, যা দাম কমাতে সহায়তা করছে।

গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের দাম দশমিক শতাংশ কমেছে, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন প্রতি বুশেল গম বিক্রি হয়েছে ডলার ৮৫ সেন্টে। এদিকে সয়াবিন ভুট্টার দামও কমতির দিকে। সয়াবিনের দাম দশমিক শতাংশ কমে বুশেলপ্রতি ১৪ ডলার ২৬ সেন্ট ভুট্টার দাম শতাংশ কমে ডলার ৬৪ সেন্টে নেমেছে।

বিশ্লেষকদের মতে, চুক্তি সম্প্রসারণের পরও উল্লেখযোগ্য গতি ফেরেনি ইউক্রেনের শস্য রফতানিতে। তবে বিদ্যমান সংকট কাটলে শস্যটির দাম আরো কমতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫