নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২২

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আজ দলসেরা খেলোয়াড় নেইমারকে ছাড়াই গ্রুপ পর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে। আগের ম্যাচে গোঁড়ালিতে চোট পান ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। তিনি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ থেকেই ছিটকে গেছেন। আজ জিতলেই নকআউট পর্বে উঠবে ব্রাজিল।

 

বিশ্বকাপে এর আগে দুই দলের দুটি লড়াই ড্র হয়। ১৯৫০ সালে ২-২ গোলে ও ২০১৮ সালে ১-১ গোলে ড্র হয়। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে ড্র করেছিল সুইজারল্যান্ড, হারিয়েছিল সার্বিয়াকে। গত আসরের চার দলের তিনটিই আছে এবার। এবার যোগ হয়েছে শুধু ক্যামেরুন।

 

২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়ার পর থেকে নেইমারকে নিয়ে ব্রাজিলের জয়ের হার ৮১ শতাংশ, আর তাকে ছাড়া জয়ের হার ৬৩ শতাংশ।

 

বিশ্বকাপে গ্রুপ পর্বে সর্বশেষ ১৬ ম্যাচে অপরাজিত ব্রাজিল। গ্রুপ পর্বে ব্রাজিলকে সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে হারানো স্বাদ দিতে পেরেছে নরওয়ে। সেবার শেষ সাত মিনিটে দুই গোল করে তারা হারিয়েছিল সেলেসাওদের। আর গ্রুপের প্রথম ম্যাচে ব্রাজিল হেরেছে সেই ১৯৬৬ আসরে।  

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫