যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

সভাপতি ইসহক, সম্পাদক মোর্তজা

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম সমর্থিত প্যানেলের মোহাম্মদ ইসহক সভাপতি নির্বাচিত হয়েছেন। আর বিদ্রোহী প্রার্থী আবু মোর্তজা ছোট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মোহাম্মদ ইসহক ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ইদ্রিস আলী পেয়েছেন ১৬৩ ভোট আরেক প্রার্থী বর্তমান সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজা পেয়েছেন ১৫৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু মোর্তজা ছোট। তিনি পেয়েছেন ৩২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নুরুজ্জামান খান পেয়েছেন ৮৯ ভোট আওয়ামী আইনজীবী পরিষদের মোস্তাফিজুর রহমান মুকুল পেয়েছেন ৭১ ভোট।

এছাড়া সহসভাপতি পদে ঐক্য ফোরামের গাজী মাহফুজুর রহমান আওয়ামী আইনজীবী পরিষদের খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল  নির্বাচিত হয়েছেন।  যুগ্ম সম্পাদক পদে ঐক্য ফোরামের জুলফিকার আলী জুলু, সহকারী সম্পাদক পদে ঐক্য ফোরামের তাহমিদ আকাশ আব্দুল করিম মণ্ডল, গ্রন্থাগার সম্পাদক পদে ঐক্য ফোরামের মুস্তাকিম মোস্তফা খান নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে ঐক্য ফোরাম কোনো প্রার্থী দেয়নি। এখানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বুলবুল হোসেন, নুর ইসলাম নুরুল, আফরোজা সুলতানা রনি, যুথিকা ঘোষ নাসিমা আক্তার রুবি বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন ইসমত হাসান। তিনি জানান, নির্বাচনে মোট ৫০৬ জনের মধ্যে ৪৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫