কুড়িগ্রামে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন সংশোধনের দাবি

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র এবং লাইসেন্সপ্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি গতকাল দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক লুত্ফর রহমান বকসী। বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, ইটভাটা মালিক আব্দুল হাই রঞ্জু, শাহজাহান মিয়া, আহসানুল ইসলাম রিটু প্রমুখ।

সাধারণ সম্পাদক মো. লুত্ফর রহমান বকসী বলেন, ২০১৩ সালে ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতি হিসেবে উল্লেখ রয়েছে। তবে ওই আইনের দুটি উপধারায় দূরত্ব নির্দিষ্টকরণে দেশের অধিকাংশ জিগজ্যাগ ইটভাটা অবৈধ হয়ে পড়েছে। ফলে ভাটা মালিকরা ছাড়পত্র লাইসেন্স পাচ্ছেন না। ওই আইনের উপধারা অনুযায়ী দেশের কোথাও ইটভাটা স্থাপনের স্থান পাওয়া যাবে না। পরিবেশ অধিদপ্তরে বহুবার আবেদন করলেও উপধারার কোনো পরিবর্তন করা হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫