কানাডাকে বিদায় করে টেবিলের শীর্ষে ক্রোয়েশিয়া

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২২

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে গোলশূন্য ড্র করা ক্রোয়েশিয়া ফিরেছে স্বরূপে। গত বিশ্বকাপের রানার্সআপ দলটি রোববার রাতেএফ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে হারিয়েছে কানাডাকে। দ্বিতীয় মিনিটে কানাডাকে এগিয়ে দিয়েছিলেন আলফনসো ডেভিস। তাতে অঘটনের ইঙ্গিত দেয় দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলা উত্তর আমেরিকার দলটি। যদিও এরপর দারুণভাবে ম্যাচে ফেরে লুকা মডরিচদের ক্রোয়েশিয়া। আন্দ্রে ক্রামারিচ দুটি গোল করে কানাডার মূল ক্ষতিটা করেন। এছাড়া মার্কো লিভায়া ও লভরেন মাজের একটি করে গোল করে ক্রোয়াটদের বড় জয় নিশ্চিত করেন।

 

এর মধ্য দিয়ে দুই ম্যাচ শেষেই কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল কানাডা, যারা ৩৬ বছর পর ফিরেছিল বিশ্বকাপ আসরে। আর অনিশ্চয়তা তাড়িয়ে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ক্রোয়েশিয়া। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মরক্কো।

 

কানাডার বিদায়ে লড়াইটা এখন তিন দলের। বৃহস্পতিবার ক্রোয়েশিয়া খেলবে বেলজিয়ামের বিপক্ষে, আর মরক্কোর প্রতিপক্ষ কানাডা। বেলজিয়াম হারলে কোনো সমীকরণ ছাড়াই ক্রোয়াটদের সঙ্গে নকআউট পর্বে উঠবে মরক্কো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫