চীনে রেকর্ড কয়লা উত্তোলনের সম্ভাবনা নিম্নমুখী দাম

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২২

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরও চীনে রেকর্ড মাত্রায় কয়লা উত্তোলন বাড়ার সম্ভাবনা রয়েছে। নিয়ে টানা ছয় বছর দেশটিতে উত্তোলন বাড়বে। উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে ৪৪০ কোটি টনে। চায়না এনার্জি নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৃহৎ খনিগুলোয় খুব দ্রুত উত্তোলন সক্ষমতা সম্প্রসারণ হওয়ায় উত্তোলনে এমন প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে উত্তোলন বাড়লে আন্তর্জাতিক বাজারে জ্বালানিটির দাম আরো কমতে পারে।

সরকারি তথ্য-উপাত্ত অনুযায়ী, কভিড-১৯ প্রতিরোধে নেয়া বিধিনিষেধের কারণে খনিগুলোকে কয়লা উত্তোলনে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু শীতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য শত প্রতিবন্ধকতা সত্ত্বেও উত্তোলন বাড়ানোর জোর প্রচেষ্টা চলছে। চলতি আগামী মাসে দৈনিক উত্তোলন রেকর্ড উচ্চতায় উন্নীত করতে চায় খাতসংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে চলতি বছর উত্তোলন শতাংশ বাড়তে পারে।

চায়না কোল ট্রান্সপোর্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন জানায়, স্থানীয় বাজারে কয়লার দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছে বেইজিং। এতে চলতি সপ্তাহে স্পট মার্কেটে জ্বালানিটির দাম অব্যাহত কমেছে।

এদিকে উত্তোলন বাড়তে থাকায় দেশটি আমদানি কমাচ্ছে। অক্টোবরে রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি আগের মাসের তুলনায় কমেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, গত মাসে দেশটি রাশিয়া থেকে ৬৪ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছে।

 সেপ্টেম্বরের তুলনায় আমদানি ৬৯ লাখ ৫০ হাজার টন কমেছে। এর আগের মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অর্থাৎ ৮৫ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করেছিল চীন।

এক মাসের ব্যবধানে কমলেও গত বছরের তুলনায় আমদানি ২৬ শতাংশ ঊর্ধ্বমুখী রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার কয়লা জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি এশিয়ার বাজারে সস্তায় কয়লা বিক্রি শুরু করে। চীন সুযোগ কাজে লাগিয়ে দেশটি থেকে বিপুল পরিমাণে কয়লা আমদানি করে। কিন্তু সম্প্রতি পরিবহন অবকাঠামোসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে রাশিয়া কয়লা সরবরাহ কমিয়ে দিয়েছে।

শুধু রাশিয়া নয়, ইন্দোনেশিয়া থেকেও আমদানি কমেছে। গত মাসে চীন দেশটি থেকে কোটি ৭৯ লাখ ৬০ হাজার টন কয়লা আমদানি করে, আগের মাসের তুলনায় যা ১৩ শতাংশ কম। তবে গত বছরের একই সময়ের তুলনায় এটি ১৫ শতাংশ বেশি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫