বিপিএলের লোগো তৈরি করেছে আন্তর্জাতিক এজেন্সি

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২২

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সবকিছুই নতুন করে শুরু করতে যাচ্ছে বিসিবি। দীর্ঘমেয়াদি ফ্র্যাঞ্চাইজি চুক্তি, নতুন লোগোসহ বেশকিছু পরিবর্তন এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আসন্ন বিপিএলের লোগোর ডিজাইন করেছে আন্তর্জাতিক একটি এজেন্সি, যারা আইসিসি, এসিসিসহ বিভিন্ন ক্লাব ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে কাজ করে। বিপিএলের লোগো উন্মোচনের পর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক তথ্য জানান।

বিপিএলের লোগো তৈরিতে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। সেখানে ভালো সাড়া ফেলেও লোগোগুলো পছন্দ হয়নি বোর্ডের। এরপর বিদেশী প্রতিষ্ঠানের মাধ্যমে লোগোর ডিজাইন করায় তারা। মল্লিক বলেন, আমরা কিছু আন্তর্জাতিক এজেন্সি থেকেও লোগো নিয়েছি। যাদের লোগোটা নির্বাচন হয়েছে তারা আইসিসি, এসিসির বিভিন্ন লোগো, স্পোর্টস ক্লাব ফ্র্যাঞ্চাইজির লোগো করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫