নকল বিড়ি বন্ধে বরিশালে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

রাজস্ব ফাঁকি দেয়া নকল বিড়ি বিক্রি বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা বিড়ি মালিক সমিতি বিড়ি শ্রমিক ইউনিয়ন। গতকাল সকালে বরিশাল কাস্টমস, এক্সাইজ ভ্যাট অফিসের সামনে কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে বরিশাল কাস্টমস, এক্সাইজ ভ্যাট অফিসের উপকমিশনার মোহাম্মদ জাকারিয়া বরাবর ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি  দেয়া হয়।

তাদের দাবিগুলো হলো রাজস্ব ফাঁকি দেয়া সব বিড়ি বন্ধ, যাচাই-বাছাই ব্যতিরেকে (অনলাইন) লাইসেন্স দেয়া বন্ধ, বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সিগারেটের মতো বিড়িতেও অগ্রিম আয়কর শতাংশ করা, বিড়ি শিল্প শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে সিগারেটের মূল্য বাড়ানো এবং তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে প্রান্তিক ব্যবসায়ীদের পরিবর্তে শুধু ডিলারদের লাইসেন্সের আওতায় আনা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি লোকমান হাকিম। বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহসভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫