ব্রুনাই থেকে দেড় মিলিয়ন টন এলএনজি পেতে চায় বাংলাদেশ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যমান গ্যাস সংকট পরিস্থিতি মোকাবেলায় ব্রুনাই থেকে বছরে সর্বোচ্চ দেড় মিলিয়ন টন এলএনজি পেতে চায় বাংলাদেশ। এজন্য দেশটির সঙ্গে ১০-১৫ বছর মেয়াদি চুক্তির আশা করছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়।

গতকাল ব্রুনাইয়ে বাংলাদেশ ব্রুনাই দারুসসালামের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এলএনজিসহ জ্বালানি পণ্য আমদানির ব্যাপারে আলোচনা হয়।

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্বালানি উপমন্ত্রী ইয়ং মুলিয়া দাতো সেরি পাদুকা আয়ং হাজি মাতসাটেজা বিন সোকাইয়া দ্বিপক্ষীয় সভায় নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ২০২৩ সালের প্রথম থেকেই আমরা ব্রুনাই দারুসসালামের বার্ষিক এক-দেড় মিলিয়ন টন এলএনজি পেতে চাচ্ছি। এলএনজি আমদানিতে দেশটির সঙ্গে ১০-১৫ বছর মেয়াদি চুক্তি হতে পারে।

বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্রুনাই থেকে গড়ে লাখ ১০ হাজার টন ডিজেল ডেফার্ড পেমেন্টে আমদানির বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে দেশটির সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্রুনাই জ্বালানি সহযোগিতা সহযোগিতার ক্ষেত্র বাড়াতে সম্মত হয়েছে।

বাংলাদেশ ব্রুনাই দারুসসালাম থেকে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত মোট লাখ ২৫ হাজার ৯৭৫ টন ডিজেল আমদানি করেছে। শতভাগ নিজস্ব রিফাইনারি থাকার শর্তের জন্য ব্রুনাইয়ের সংশ্লিষ্ট কোম্পানি থেকে এরপর আর ডিজেল আমদানি করা সম্ভব হয়নি। বর্তমানে দেশটির সঙ্গে পূর্বের শর্ত শিথিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বাংলাদেশ ব্রুনাই দারুসসালামের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই হয়। এরপর দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় সভা হয়।

দ্বিপক্ষীয় সভায় ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্বালানিবিষয়ক স্থায়ী সচিব ইয়ং মুলিয়া আযহার বিন হাজি ইয়ায়া, জ্বালানি বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম বিন ইজমি, পেট্রোলিয়াম অথরিটির পরিচালক আড্রিয়াম ওয়াং কাই মিং, জ্বালানি বিভাগের জ্বালানি অংশীদারত্ব ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হাজি মো. জাকি বিন হাজি হাসানুল আসসারি উপস্থিত ছিলেন।

অন্যদিকে বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাবেদ চৌধুরী এবং ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫