সিএসইর পরিচালক নির্বাচিত হলেন নাসির উদ্দিন চৌধুরী

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারধারী পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লংকাবাংলা গ্রুপ ক্যাপিটাল মার্কেট অপারেশনস লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। এক্সচেঞ্জটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গতকাল একক প্রার্থী হিসেবে তাকে নির্বাচন করা হয়।

সিএসইর বর্তমান শেয়ারধারী পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম দুই মেয়াদে ছয় বছর দায়িত্ব পালন করেছেন। আইনানুসারে একজন শেয়ারধারী পরিচালক টানা দুই মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। ফলে তার মেয়াদ শেষ হওয়ায় পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে সিএসই। এতে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। 

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এর আগে বিএমবিএর প্রেসিডেন্ট, ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পরিচালক, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫