ব্রাজিলে কফি উৎপাদনে মন্দার আশঙ্কা

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২২

বণিক বার্তা ডেস্ক

২০২২-২৩ বিপণন মৌসুমে ব্রাজিলে কফি উৎপাদন কমার আভাস মিলেছে। বৈরী আবহাওয়ার কারণে এবারো উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। সম্প্রতি এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)

প্রতিবেদনে বলা হয়, মৌসুমে দেশটিতে কোটি ২৬ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি উৎপাদন হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় ১৭ লাখ ব্যাগ কম। গত জুলাইয়ে ২০২২-২৩ বিপণন মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের জুনে মৌসুম শেষ হবে।

ব্রাজিলে কফি উৎপাদন নিয়ে করা দ্বিতীয় প্রাক্কলনে ইউএসডিএ জানিয়েছে, বিশ্বের শীর্ষ উৎপাদন রফতানিকারক দেশটিতে মাটির আর্দ্রতা কমে যাওয়ার কারণে কফি গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। ফলে মৌসুম শেষে উৎপাদন কমে যাবে।

এবার উৎপাদন কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে অ্যারাবিকা কফি। ইউএসডিএর দেয়া প্রাক্কলন অনুযায়ী, এবার দেশটিতে কোটি ৯৮ লাখ ব্যাগ কফি উৎপাদন হতে পারে। জুনে কোটি ১৫ লাখ ব্যাগ উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল।

দুই মৌসুমজুড়েই ব্রাজিলে বৈরী আবহাওয়ার কারণে কফি উৎপাদন ব্যাহত হচ্ছে। এর মধ্যে গত বছর উৎপাদনে সবচেয়ে বড় ধস নেমেছিল। ইউএসডিএ বলছে, অ্যারাবিকা উৎপাদন কমলেও অপরিবর্তিত থাকবে রোবাস্তা উৎপাদন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫