চোরাচালানরোধে একসঙ্গে কাজ করবে বিএফআইইউ-বাজুস

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

চোরাচালানসহ সন্ত্রাসবাদ রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাজুসের সেক্রেটারি দিলীপ কুমার আগারওয়াল।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএফআইইউ ও বাজুসের আলোচনার পর সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান জানান। 

তিনি বলেন, যদি বাজুসের কোনো সদস্য চোরাচালানে জড়িত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া সার্বিকভাবে তথ্য দিয়েও বিএফআইইউকে সহায়তা করবে।

এসময় বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীর, সাবেক সভাপতি এনামুল হক খান দোলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫