নতুন সেনাপ্রধান বেছে নিলেন শাহবাজ শরীফ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২২

বণিক বার্তা অনলাইন

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। খবর এনডিটিভি।

বিদায়ী জেনারেল কামার জাভেদ বেজওয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন আসিম মুনির। নভেম্বর শেষে ছয় বছর দায়িত্ব পালন করে অবসরে যাচ্ছেন কামার জাভেদ। তার আগেই বৃহস্পতিবার নতুন সেনাপ্রধান বেছে নিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

৬২ বছর বয়সী জেনারেল কমার জাভেদ বাজওয়া ২০১৬ সাল থেকে ৬ লাখ সদস্যের পারমাণবিক শক্তিধারী সশস্ত্র বাহিনীটির নেতৃত্বে রয়েছেন। ২০১৯ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তার চাকরির মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধি করেছিলেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে দেশের নতুন সেনাপ্রধানকে বেছে নিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫