বিশ্বকাপের পরাশক্তি জার্মানিকে হারাল জাপান

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২২

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপে পরপর দুদিন দুই অঘটন। সৌদি আরবে কাছে আর্জেন্টিনার হারের পরদিন বিশ্বকাপের পরাশক্তি জার্মানিকে হারিয়ে দিল জাপান। ব্লু সামুরাইরা জিতেছে ২-১ গোলের ব্যবধানে।

 

আজ খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচে আধিপত্য করেও হেরেছে জার্মানি। ডাই ম্যানশাফটা প্রথমার্ধে লিড নেয় এবং ১-০ ব্যবধানে প্রথমার্ধের বিরতিতে যায়। যদিও দ্বিতীয়ার্ধের জন্যই চমক জমিয়ে রেখেছিল জাপানিরা। দুর্দান্ত প্রত্যাবর্তনে তারা দুই গোল করে চারবারের বিশ্বচ্যম্পিয়নদের হারানোর কৃতিত্ব দেখায়। জার্মানরা শেষ দিকে প্রবল চাপ তৈরি করলেও সমতাসূচক কিংবা জয়সূচক গোলের দেখা আর পায়নি। তাতে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম এক বড় অঘটনের জন্ম হলো।

 

দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতেছে জাপান। ৭৫ মিনিটে রিতসু দোয়ান সমতা আনার পর আরেক বদলি খেলোয়াড় তাকুমা আসানো কোনাকুনি শটে দুর্দান্ত এক গোলে জাপানের জয় নিশ্চিত করেন।

 

এর আগে ৩৩ মিনিটে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ইকাই গুন্দোয়ান পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন।

 

উল্লেখ্য, ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয় করা জার্মানি পরের আসরে রাশিয়ার মাঠে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। জার্মানি চারবার শিরোপা জয় ছাড়াও চারবারের রানার্সআপ এবং চারবার তৃতীয় স্থান পেয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫