কাতার ফুটবল বিশ্বকাপ

ব্রাজিল শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে : রাফিনহা

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২২

বণিক বার্তা অনলাইন

মরুর বুকের বিশ্বকাপ মাঠে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ সার্বিয়া। আগামী শুক্রবার জি গ্রুপের ম্যাচে মাঠে নামবেন নেইমার-রাফিনহারা। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে পারেন তরুণ দুই তারকা খেলোয়াড় রাফিনহা ও ভিনিসিউস। তাদের অন্তর্ভুক্তি নিয়ে বিস্তৃত আলোচনা হচ্ছে।

সম্প্রতি ফুটবলের এ মহাআসরকে ঘিরে দলের বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন রাফিনহা। দারুণ ফর্মে থাকা এ খেলোয়াড় জানিয়েছেন, ব্রাজিল দলে যে খেলুক না কেন, শুরু থেকেই তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে।

জি গ্রুপের ম্যাচে ব্রাজিলের  অপর দুই প্রতিপক্ষ ক্যামেরুন ও সুইজারল্যান্ড। কোচ তিতে অবশ্য পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের দল সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি

সংবাদ সম্মেলনে রাফিনহা জানিয়েছে, ব্রাজিল একটি স্বভাবজাত আক্রমণাত্মক দল এ ছাড়া লাইনআপে বেশি খেলোয়াড় থাকায় আমাদের আত্মবিশ্বাস বাড়ে।

রাফিনহার তার আক্রমণভাগের সতীর্থ রিয়াল মাদ্রিদের ভিনিসিউসের গতিরও প্রশংসা করেন।

তিনি বলেন, ভিনিসিউস থাকলে আক্রমণে আমাদের গতি বাড়ে, এদিকে লুকাস পাকেতা থাকলে মিডফিল্ডে আমাদের বেশি নিয়ন্ত্রণ থাকে। কে খেলেছে তাতে যায় আসে না, ব্রাজিলের সব সময়ই আক্রমণাত্মক হওয়ার প্রবণতা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫