খুকৃবি ও ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৌলিতত্ত্ব উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক . মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক . মোহাম্মদ মাহ্ফুজুল ইসলাম নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য পদে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন দুই অধ্যাপক। অধ্যাপক হিসেবে বর্তমানে তারা যে বেতন-ভাতা পাচ্ছেন উপাচার্য পদেও তারা সমপরিমাণ বেতনভাতা পাবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫