শর্ত মেনে চেকে শেয়ার কেনার সুযোগ দিল বিএসইসি

প্রকাশ: নভেম্বর ০২, ২০২২

নিজস্ব প্রতিবেদক

শর্ত সাপেক্ষে ব্রোকারেজ হাউজে চেক জমা দিয়ে শেয়ার কেনার বিধান রেখে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গতকাল -সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে সংস্থাটি। নির্দেশন অনুসারে, এখন থেকে শর্ত মেনে ব্রোকারেজ হাউজ মার্চেন্ট ব্যাংকে চেক জমা দিয়ে তার বিপরীতে শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা।

বিএসইসির নির্দেশনায় বলা হয়, শেয়ার কিনে বিনিয়োগকারীর জমা দেয়া চেক ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংক যদি ওইদিন অথবা তার পরের কর্মদিবসে ব্যাংকে জমা না দেয়, তাহলে পরবর্তী এক বছরের জন্য আইপিওতে যোগ্য বিনিয়োগকারীর সুযোগবঞ্চিত হবে তারা। এছাড়া গ্রাহকের ব্যাংক হিসাবে যদি সমপরিমাণ টাকা না থাকে, তাহলে ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংকের হিসাব থেকে সে টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক বছরের জন্য আইপিওর কোটা সুবিধাবঞ্চিত হবে। যে গ্রাহকের চেক পাস হবে না সে পরবর্তী এক বছর পুঁজিবাজারে আর চেকে লেনদেন করতে পারবেন না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫