বাধ্যতামূলক ছুটিতে ডিএসইর সিটিও

প্রকাশ: নভেম্বর ০১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে কারিগরি ত্রুটির জন্য সম্প্রতি একাধিক বার লেনদেন বন্ধ থাকা-সংক্রান্ত কারণে এক্সচেঞ্জটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পাশাপাশি ডিএসইর পর্ষদকে তথ্যপ্রযুক্তি বিভাগে দ্রুত প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ দিতে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, কমিশন সভায় ডিএসইতে কারিগরি ত্রুটির জন্য লেনদেন বন্ধ থাকার ঘটনায় এক্সচেঞ্জটির সিটিওকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বিষয়ে গঠিত কমিটির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে ছুটিতে থাকতে বলা হয়েছে। এছাড়া দ্রুত প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ দিয়ে ডিএসইর তথ্যপ্রযুক্তি বিভাগকে ঢেলে সাজাতে বলা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ অক্টোবর ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে প্রায় ঘণ্টা লেনদেন বন্ধ ছিল। পরবর্তী সময়ে সমস্যার সমাধান করে ১৫ মিনিটের জন্য লেনদেন চালু করে এক্সচেঞ্জটি। বিনিয়োগকারীদের স্বার্থে লেনদেনে বিঘ্নের বিষয়টি খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসানকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সংস্থার পরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) মহাব্যবস্থাপক ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এম ইমাম হোসেন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মহাব্যবস্থাপক মো. মঈনুল হক বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসেন। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫