সব মাথাব্যথাই মাইগ্রেন নয়

প্রকাশ: অক্টোবর ৩১, ২০২২

ফিচার ডেস্ক

কারো অর্ধেক কপাল ব্যথা করে, কারো পুরো কপাল। সবার মাথাব্যথার কারণও আলাদা। অর্থাৎ সব মাথাব্যথাই মাইগ্রেন নয়। জেনে নিন মাইগ্রেনের কারণে হওয়া মাথাব্যথা আলাদা করার কিছু উপায়।

পেন মেডিসিনে প্রকাশিত এক লেখায় উঠে এসেছে নানা ধরনের মাথাব্যথার মধ্যে পার্থক্য করার উপায়।

দুশ্চিন্তার কারণে মাথাব্যথা: দুশ্চিন্তার কারণে যারা মাথাব্যথায় ভোগেন তাদের ব্যথাটা মাথার দুই পাশেই হয়। সাধারণত মাথার পেছনের দিক থেকে ব্যথা শুরু হয়ে তা ধীরে ধীরে সামনের দিকে চলে আসে। এটাই মাথাব্যথার সবচেয়ে সাধারণ ধরন। বই পড়া বা কম্পিউটারের স্ক্রিনে দীর্ঘ সময় তাকিয়ে থাকার কারণে চোখের টনটনানি, মানসিক চাপ ক্ষুধার কারণে, ঘন ঘন দুশ্চিন্তার কারণে মাথাব্যথায় আক্রান্ত হন অনেকে এবং সেটা বেশ দীর্ঘস্থায়ী হয়।

সাইনাসের কারণে মাথাব্যথা: সাধারণত সাইনাস প্যাসেজ ফুলে উঠলে মাথাব্যথা তৈরি হয়। এর ফলে ঘারের পেছনে, নাকে চোখে ব্যথা শুরু হয়। ব্যথা সবচেয়ে বেশি হয় সকালে ঘুম থেকে ওঠার পর এবং সামনের দিকে ঝুঁকলে।

ক্লাস্টার মাথাব্যথা: ধরনের মাথাব্যথা খুব যন্ত্রণাদায়ক এবং  অনেকটা দলবদ্ধভাবে মাথাব্যথা আক্রমণ করে। কখনো কখনো মাসজুড়ে প্রতিদিন কয়েক দফায় ধরনের মাথাব্যথায় আক্রান্ত হয় ব্যক্তি। শারীরিক পরিশ্রম, উজ্জ্বল আলো এবং অনেক উঁচুতে উঠলে উচ্চতার কারণেও ধরনের মাথাব্যথা হতে পারে।

মাইগ্রেনের কারণে মাথাব্যথা: মস্তিষ্কের কার্যক্রমে পরিবর্তনের কারণে সেখানকার রক্ত আশপাশের টিস্যু বাধাগ্রস্ত হয়। তাতেই দেখা দেয় বেশকিছু লক্ষণ। তীব্র মাথাব্যথার পাশাপাশি বমি বমি ভাব, ক্রমাগত বাড়তে থাকা আলো, শব্দ গন্ধে সংবেদনশীলতা, মাথা ঘোরা, তীব্র দুর্বলতার উপসর্গ দেখা দেয় মাইগ্রেনে আক্রান্ত হলে। 

এছাড়া দৃষ্টিস্বল্পতা, মস্তিষ্কের টিউমার মাথায় রক্তক্ষরণ ইত্যাদি কারণেও অনেক সময় মাথাব্যথা হতে পারে। তবে চোখের কোনো সমস্যার কারণে মাইগ্রেন হয় না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫