শেয়ার বিক্রি করবেন এক্সিম ব্যাংক উদ্যোক্তা

প্রকাশ: অক্টোবর ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা জুবায়ের কবির ব্যাংকটির পাঁচ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। উদ্যোক্তার কাছে বর্তমানে ব্যাংকটির ৭৫ লাখ ৩২ হাজার ৬০০ শেয়ার রয়েছে, যা থেকে ঘোষণাকৃত শেয়ার চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিক্রি করবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে। 

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকা। রিজার্ভে রয়েছে হাজার ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩৭ দশমিক ১০ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল ব্যাংকটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১০ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১০ টাকা ২০ পয়সা থেকে ১৪ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫