অনুমোদিত মূলধন বাড়াবে উত্তরা ব্যাংক

প্রকাশ: অক্টোবর ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ব্যাংকটির নাম সংঘস্বারকে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বছরের ২৪ নভেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর। ডিএসইর মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে উত্তরা ব্যাংক।

তথ্য অনুসারে, উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন হাজার কোটি থেকে দেড় হাজার কোটি টাকায় উন্নীত করতে চায়। এক্ষেত্রে ব্যাংকটির ১০ টাকা মূল্যমানের ১৫০ কোটি সাধারণ শেয়ারের বিপরীতে হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকটির পর্ষদ উত্তরা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে উত্তরা ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫