বসুন্ধরায় বসেছে জাতীয় ফার্নিচার মেলা

প্রকাশ: অক্টোবর ০৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ আয়োজন জাতীয় ফার্নিচার মেলা ২০২২ শুরু হয়েছে। রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) গতকাল সকালে মেলার উদ্বোধন করা হয়। পাঁচ দিনব্যাপী মেলা চলবে সোমবার পর্যন্ত। দীর্ঘ ১৬ বছর ধরে মেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে নভেল করোনাভাইরাসের কারণে গত দুই বছর মেলার আয়োজন করা যায়নি। এবারের মেলায় হাতিল, আখতার, নাভানা, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্স ফার্নিচারসহ ৩৪টি প্রতিষ্ঠানের ১৮২টি স্টল বসেছে।

মেলার আয়োজকরা জানান, দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশের পাশাপাশি দেশের বাইরেও পণ্য রফতানি বাড়ানোই মেলার উদ্দেশ্য। এরই মধ্যে দেশের ফার্নিচার রফতানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধিও পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে ১৯ কোটি ৩৬ লাখ ডলারের পণ্য রফতানি করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৩৮ দশমিক ৮৭ শতাংশ বেশি। বর্তমানে বাংলাদেশ থেকে ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ফার্নিচার রফতানি হচ্ছে।

জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এফবিসিসিআইয়ের পরিচালক কেএম আকতারুজ্জামান এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক করিম মজুমদার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫