অগ্নি দুর্ঘটনারোধের দাবি রংপুরে দোকান মালিকদের

প্রকাশ: অক্টোবর ০৭, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

অগ্নি দুর্ঘটনারোধে ট্রান্সফরমার পরিবর্তনের দাবিতে মার্কেট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। গতকাল দুপুরে দোকান মালিক কর্মচারীরা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেন। সেখানে বক্তব্য রাখেন জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বুলবুল, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, সদস্য আবুল কালাম আজাদসহ অন্যরা।

বিক্ষোভকারীরা জানান, জেলা পরিষদ নির্মাণ হয়েছে প্রায় ৪০ বছর আগে। সে সময়কার বৈদ্যুতিক তার দিয়ে মার্কেটের ৩৬৫টি দোকানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে করে প্রায় সময়ই বৈদ্যুতিক শটসার্কিট হয়ে মার্কেটে আগুন লেগে যাচ্ছে। মার্কেটের ট্রান্সফরমাটি ঠিকভাবে কাজ না করায় প্রায় সময় মার্কেটের বিভিন্ন তলায় বিদ্যুৎ থাকছে না। আমরা একাধিকবার জেলা পরিষদকে জানালে তারা নতুন ট্রান্সফরমার বসিয়ে দেবে বলে টালবাহানা শুরু করেছে। অথচ ট্রান্সফরমার ভাড়া বাবদ প্রতি মাসে দোকানপ্রতি ২০০ টাকা করে নিচ্ছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। জেলা পরিষদ সুপার মার্কেটে অবিলম্বে নতুন ট্রান্সফরমার স্থাপন করা না হলে মার্কেট বন্ধ করে বিক্ষোভসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেন দোকান মালিকরা। সময় আন্দোলনকারীরা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোস্তফা কামালকে দাবিসংবলিত একটি চিঠি দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫