সিএসইর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

প্রকাশ: অক্টোবর ০৭, ২০২২

প্রতি বছরের মতো এবারো দেশে -১৩ অক্টোবর উদযাপিত হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২। এবার সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছেপুঁজিবাজারের পরিপ্রেক্ষিতে টেকসই অর্থায়ন বিনিয়োগকারীদের সহনশীলতা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) সঙ্গে যৌথভাবে সপ্তাহটি উদযাপন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান উপলক্ষে সভা-সেমিনারের আয়োজন করছে। এরই ধারবাহিকতায় চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) গতকাল একটি ওয়েবিনারের আয়োজন করেছে এতে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার . রুমানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। স্বাগত বক্তব্য রাখেন এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। মূল নিবন্ধ উপস্থাপন করেন সিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) মোহাম্মাদ মাহাদি হাসান।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫