রাশিয়ার সঙ্গে চুক্তি

ইউক্রেনের খাদ্যশস্য রফতানি পৌঁছল ৬১ লাখ টনে

প্রকাশ: অক্টোবর ০৭, ২০২২

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার সঙ্গে চুক্তির পর থেকে অব্যাহত বাড়ছে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি। এখন পর্যন্ত কৃষ্ণ সাগরীয় সমুদ্রবন্দর দিয়ে দেশটি ৬১ লাখ টন খাদ্যশস্য খাদ্যপণ্য রফতানি করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে।

পর্যন্ত ২৬৮টি জাহাজ খাদ্যশস্য করিডর দিয়ে রফতানি গন্তব্যে পৌঁছেছে। ৬০টি জাহাজ বর্তমানে পর্যবেক্ষণের অপেক্ষায়। রফতানিতে ধারা অব্যাহত থাকলে শিগগিরই তা যুদ্ধপূর্ব প্রবৃদ্ধির ধারায় ফিরবে বলে প্রত্যাশা দেশটির খাতসংশ্লিষ্টদের।

যুদ্ধের আগে ইউক্রেন প্রতি মাসে বিশ্ববাজারে ৬০ লাখ টন খাদ্যশস্য রফতানি করত। কিন্তু রুশ সেনারা দেশটির কৃষ্ণ সাগরীয় বন্দর অবরোধ করার কারণে মাসভিত্তিক রফতানি ১০ লাখ টনে নেমে আসে। পুরোপুরি বন্ধ হয়ে যায় সমুদ্রপথে রফতানি। ফেব্রুয়ারি-জুলাই পর্যন্ত দেশটি শুধু পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে স্থল রেলপথে স্বল্প পরিমাণ শস্য রফতানি করে।

ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্যশস্য রফতানিকারক দেশ। কিন্তু যুদ্ধের কারণে দেশটির রফতানিতে ধস নামায় নেতিবাচক প্রভাব পড়ে বিশ্ববাজারে। লাফিয়ে বাড়তে শুরু করে শস্যসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় জাতিসংঘ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫