জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়

টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে: অ্যামটব

প্রকাশ: অক্টোবর ০৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। আজ মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়ে দুঃখ প্রকাশও করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এই সাময়িক পরিস্থিতির জন্য আমরা দুঃখিত।’

বিদ্যুৎ বিপর্যয়ের কিছুসময় পর থেকেই গ্রাহকরা কথা শুনতে না পারা, কাঙ্খিত নম্বরে ফোন না যাওয়া, কল কেটে যাওয়াসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সমস্যায় পড়ছিলেন। এর মধ্যেই অ্যামটবের পক্ষ থেকে এ বিবৃতি এল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫