পদার্থে এবারো নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রকাশ: অক্টোবর ০৪, ২০২২

বণিক বার্তা অনলাইন

পদার্থ বিজ্ঞানে অবদান রাখার জন্য এবারো নোবেল পেয়েছেন তিনজন বিজ্ঞানী। এরা হলেন আলেইন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার ও অ্যান্টন জেলিঙ্গার। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে স্টকহোমে রয়্যাল সুইস একাডেমি অফ সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

মূলত কোয়ান্টাম টেকনোলজির ওপর গবেষণার জন্য ২০২২ সালের পুরস্কার জিতলেন তারা। তাদের আবিষ্কার কোয়ান্টাম টেকনোলজিতে নতুন যুগের সূচনা করবে বলে উল্লেখ করেছে সুইস একাডেমি। 

এর আগে ২০২১ সালেও তিনজন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

গতকাল সোমবার চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার পান সুইডিশ বিজ্ঞানী স্বন্তে প্যাবো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫