জাতীয় গ্রিডে বিপর্যয়

রাজধানীসহ একাধিক জেলা আংশিক বিদ্যুৎহীন

প্রকাশ: অক্টোবর ০৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গ্রিডে একটি সঞ্চালন লাইনে বিপর্যয় ঘটায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ তথ্য দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। মোহাম্মদপুর, ধানমন্ডি, কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন রয়েছে। অফিস-আদালতগুলোতে কাজ চলছে জেনারেটর সংযোগের মাধ্যমে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

পিজিসিবির প্রধান প্রকৌশলী মোরশেদ আলম খান (সঞ্চালন-১) বণিক বার্তাকে বলেন, আমাদের ঢাকা- সিলেট ও চট্টগ্রামে গ্রিড বিপর্যয় হয়েছে। প্রাথমিকভাবে আমরা এখনও এর কারণ খুঁজে পাইনি। তবে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকে চেকিং শুরু হয়েছে। আমরা আশা করছি সন্ধ্যার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা নিজ নিজ এলাকায় বিদ্যুৎ না থাকার কথা জানিয়ে পোস্ট দিচ্ছেন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫