উত্তরপ্রদেশে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত ৩১

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২২

বণিক বার্তা ডেস্ক

দুটি পৃথক দুর্ঘটনায় ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ৩১ জন নিহত ৩০ জন আহত হয়েছে। গত শনিবার রাতে ঘটনা ঘটে বলে জানান প্রদেশটির কয়েকজন সরকারি কর্মকর্তা। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের কানপুরের ঘাটমপুর এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ৫০ জন তীর্থযাত্রী নিয়ে একটি ট্রাক্টর ট্রলি পুকুরে উল্টে পড়ে। অধিকাংশ নারী শিশুসহ ঘটনায় মোট ২৬ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়। উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে কানপুর শহরের আহিরওয়ান ফ্লাইওভারের কাছে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় দ্রুতগামী একটি ট্রাক একটি টেম্পোর সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়। পুলিশ জানায়, দুটি ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই সঙ্গে কাজে গাফিলতির জন্য সাহরাহ থানার ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫