ক্রাউন প্রিন্সের কাছে পদত্যাগপত্র জমা কুয়েত সরকারের

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২২

বণিক বার্তা ডেস্ক

সংসদীয় নির্বাচনের পর গতকাল উপসাগরীয় আরব দেশ কুয়েত সরকারের পদত্যাগ গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার মতে, এর ফলে বিরোধী প্রার্থীরা উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। খবর রয়টার্স।

ক্রাউন প্রিন্স শেক মিশাল আল-আহমদ আল সাবাহ, যিনি আমিরের অধিকাংশ ক্ষমতার অধিকারী, নতুন সরকারের মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াজ আল সাবাহকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন। গত জুলাইয়ে শেখ আহমদকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছিল।

ওপেকের অন্যতম তেল উৎপাদনকারী দেশ কুয়েতের সরকার আইনসভার মধ্যে রাজনৈতিক অচলাবস্থার অবসান আর্থিক সংস্কারকে ত্বরান্বিত করতে পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছিল এবং ২৯ সেপ্টেম্বর নির্বাচন আয়োজন করা হয়। সরকার সংসদীয় কার্যক্রমের অচলাবস্থার কারণে গত কয়েক দশক ধরে দেশটির মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে এবং প্রায়ই আইনসভা ভেঙে দেয়ার ঘটনা ঘটেছে, ফলে দেশটিতে বিনিয়োগ সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫