বিএনপিকে ভোটে আনার দায়িত্ব কমিশনের নয়- রাশেদা সুলতানা

প্রকাশ: অক্টোবর ০১, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ইভিএমএ জালভোট বা একই ব্যক্তির একাধিক ভোট দেয়ার কোনো সুযোগ নেই। যারা ইভিএম নিয়ে নানা সংশয়ের কথা বলেছেন তাদেরকে অনেকবার বিশেষজ্ঞ নিয়ে এসে ইভিএমের ত্রুটি বের করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কেউ- এর কোনো সমস্যা বের করতে পারেননি। শুধু মুখে বললে হবে না, আমরা প্রমাণ চাই ইভিএমে কী কী ত্রুটি আছে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। বিএনপিকে ভোটে নিয়ে আসার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তবে বিএনপির সঙ্গে আমরা সংলাপ করেছি। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আশা করছি।

গতকাল সকালে বগুড়া সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সভায় বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, এনএসআইয়ের উপপরিচালক মামুনুর রশিদ, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান, বগুড়া র্যাব-১২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, আনসার ভিডিপি জেলা কমান্ডেন্ট শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫