হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩-৪ টাকা

প্রকাশ: অক্টোবর ০১, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

আমদানি কমার অজুহাতে আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে - টাকা। দুদিন আগেও প্রতি কেজি ২১-২৪ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ২৪-২৮ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে খুচরাতেও এর দাম বাড়ছে। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

পেঁয়াজ কিনতে আসা গৃহবধূ গোলাপি বেগম বলেন, কিছুদিন ধরে পেঁয়াজের দাম কম ছিল, এতে আমাদের কিনতে সুবিধা হচ্ছিল। কিন্তু হঠাৎ কয়েকদিনের ব্যবধানে আবারো দাম বাড়তে শুরু করেছে কেজিতে - টাকা। এতে আমাদের পেঁয়াজ কিনতে অসুবিধা হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, আমরা সাধারণত হিলি স্থলবন্দর থেকে আমদানিকারকদের ব্যালান্স পেঁয়াজ ক্রয় করে হিলি বাজারে বিক্রি করি। এটির মান কিছুটা খারাপের কারণে দাম কিছুটা কম থাকে। দুদিন আগেও আমরা ভারতীয় পেঁয়াজ ১৫-১৮ টাকা দরে বিক্রি করলেও বর্তমানে তা ২২ টাকায় বিক্রি করতে হচ্ছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমা যাওয়ার কারণে দাম বেশি। সেই সঙ্গে দুর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার বন্দর দিয়ে পেঁয়াজ ঢোকা বন্ধ হয়ে গিয়েছে, যা আরো আটদিন বন্ধ থাকবে। কারণে দেশের বাজারে চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন। তবে দেশীয় পেঁয়াজ আগের চেয়ে কিছুটা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে যেখানে ৩৬-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে শুক্রবার থেকে শুরু করে টানা আটদিন আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। সময়ে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ সরবরাহ বন্ধ থাকবে। যার কারণে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় বেড়েছে। এছাড়া ভারতে সড়কে সড়কে প্রতিমা তৈরি করে রাখার কারণে বন্দর দিয়ে ঠিকমতো পেঁয়াজ ঢুকতে পারেনি। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমায় ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতের ব্যবসায়ীরা। যে কারণে আজ থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ। তবে গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ২০টি ট্রাকে ৫৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। যেখানে এর আগের দিন বুধবার বন্দর দিয়ে ৪৩টি ট্রাকে হাজার ২৫৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫