ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশ

প্রকাশ: অক্টোবর ০১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিনই নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর বেশির ভাগই দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ৬১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ইস্টার্ন হাউজিংয়ের ২৮৩ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৫৬ কোটি ৭৫ লাখ ২৭ হাজার টাকার শেয়ার। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ২৫ দশমিক ২৪ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৪ দশমিক শূন্য শতাংশ বেড়েছে। আর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৫৬ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো এডিএন টেলিকম, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বিডিকম অনলাইন, শাইনপুকুর সিরামিকস, ইয়াকিন পলিমার, কে অ্যান্ড কিউ এপেক্স ফুটওয়্যার লিমিটেড।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫